উত্তর মংডুর বুরাশিকদার পাড়ায় আরসা বনাম আরাকান আর্মির তীব্র সংঘর্ষ: এক শহীদ, ডজনখানেক মগবাগী নিহত

মংডু, ৩০ এপ্রিল:
গত ৩০ এপ্রিল, আরাকান রাজ্যের উত্তর মংডুর বুরাশিকদার পাড়ার নিকটবর্তী এক পাহাড়ি এলাকায় আল-ইয়াকিনের মুজাহিদগণ তথা আরাকান রোহিঙ্গা স্যালভিশেন আর্মি (ARSA) এবং উগ্রবাদী বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠন আরাকান আর্মির (AA) মধ্যে তীব্র গোলাগুলির সংঘর্ষ ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই পাহাড়ে অবস্থানরত মাত্র ১১ জন আরসা সদস্যকে চারদিক থেকে ঘিরে ফেলে আরাকান আর্মির প্রায় ১০০ সদস্য। তবে আরসার মুজাহিদগণ বুদ্ধিমত্তার সাথে পশ্চিম দিক থেকে প্রতিরোধ শুরু করে এবং একপর্যায়ে মগবাগী বাহিনীর প্রায় ২৫ জনের উপর হঠাৎ গুলি বর্ষণ করলে ডজনখানেক উগ্রবাদী সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। পরে বাকিরাও তিন দিক থেকে পাল্টা আক্রমণ চালাতে গেলে আরসার ভাইয়েরা সীমিত সংখ্যায় থাকায় এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

প্রতিরোধ ও স্থান ত্যাগ করার সময় ছয়জন সদস্য নিরাপদে দলের অন্য অংশের সাথে পুনরায় মিলিত হতে সক্ষম হলেও বাকি পাঁচজন নদী পার হওয়ার সময় বিপদের মুখে পড়েন। দুঃখজনকভাবে, হুসাইন আহমদ নামে এক মুজাহিদ সাঁতার জানতেন না বলে ডুবে গিয়ে শহীদ হন। এখনো তার পবিত্র মরদেহ নদীতে ভেসে থাকতে দেখা গেছে। ওই পাঁচজনের মধ্যে দুইজনের সন্ধান পাওয়া গেলেও অপর দুইজনের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, তারা হয়তো নেটওয়ার্কবিহীন অঞ্চলে অবস্থান করছেন বা তাদের মোবাইল ফোনের চার্জ না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।

আরসার পক্ষ থেকে একজন শহীদ ও দুইজন সদস্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও, ডজনখানেক মগবাগী সদস্যকে জাহান্নামে প্রেরণ করা সম্ভব হওয়া এ অভিযানে আরসার একটি তাৎপর্যপূর্ণ প্রতিরোধ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share With freinds & Others

Leave a Comment