আরাকানে আবারও রোহিঙ্গা মুসলিম বোনেরা বৌদ্ধ সন্ত্রাসী আরাকান আর্মী কর্তৃক ধর্ষণের স্বীকার

আমাদের রোহিঙ্গা বোনদের উপর আবারও আরাকানে বৌদ্ধদের দ্বারা ধর্ষণ চলছে।

এই নির্মম কর্মকাণ্ড পরিচালনা করছে সন্ত্রাসীআরাকান আর্মি।
অত্যাচারিত এই বোনেরা মুসলমানদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছেন। তাদের একজন পুরো ঘটনা বর্ণনা করে বললেন:

“আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৬-৭ মাস ধরে আমরা অর্ধাহারে দিন কাটিয়েছি। আমাদের ছোট ছোট শিশুরা ভয়াবহ কষ্টে ছিল। অনেক কষ্টে আমরা বাংলাদেশ সীমান্তে পৌঁছাই। কিন্তু বিজিবি আমাদের ধরে আবার মিয়ানমারে পাঠিয়ে দেয়। সেখান থেকে মগ (বৌদ্ধরা) আমাদের ধরে নিয়ে আরও নির্মমভাবে নির্যাতন করে।
আমাদের প্রতিটি নারীকে ওরা ধর্ষণ করেছে। কাউকে ছাড়েনি — না বয়স্কদের, না শিশুদের। একবার নয়, প্রত্যেক নারীকে দুবার করে ধর্ষণ করেছে।
আল্লাহর ওয়াস্তে আমরা মুসলমানদের কাছে সাহায্য চাই।”

যারা শুধু ফিলিস্তিন ও সিরিয়ার নির্যাতনে কাঁদেন…

আপনারা #রোহিঙ্গা মুসলমানদের ভুলে যেতে পারেন না।

Share With freinds & Others

Leave a Comment