ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা ভাই শাহাদাত বরণ করেছেন। তিনি পৌঁছে গেলেন তার মাকামে। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা ভাই এর এই কুরবানির বিনিময়ে গাজাবাসী সহ সমস্ত মজলুম নিপীড়িত মুসলিম উম্মাহ এর দুঃখ দুর্দশা দূর করুন এবং আমাদের মত গাফেলদেরকে উনার পথে পথিক হওয়ার তৌফিক দান করুন আমীন।
তার সম্পর্কে শাইখ মাহমুদুল হাসনাত নিজের এক্স একাউন্টে লিখেছেন “মাত্র ২৫ বছরের জীবন। জন্ম হয়েছিল ২০০০ সালে। গাজায় যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন তিনি। তারপর সুখের গৃহকোন ছেড়ে নববধূকে রেখে মুখোশ পড়েছিলেন তিনি। যে মুখোশ দেড় বছর ধরে শত্রুর মনে ভয় ধরিয়ে রেখেছিলো। আজ তিনি শহীদ হলেন এবং তার প্রিয়তমাও তার সঙ্গী হলেন। রবের কসম করে বলুনতো আমরা আমাদের জীবন কোন পথে ব্যায় করলাম?”
শাইখ মাহমুদুল হাসনাত তার এই পোস্টটি করেছেন ১৯ মার্চ ২০২৫ ঈসায়ী ভোর ৩.২০ মিনিটে।