নারী অধিকারের মিছিল ও সমাবেশ নিয়ে ইসলামপন্থীদের সাথে বাংলাদেশী মিডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড

১০/১২ জন প’তি’তা আর ফ্যামিনিস্টদের সমন্বয়ে শাহবাগে “নারীর সমান অধিকারের” দাবি জানালে সেটা জাতীয় গণমাধ্যমের সবকয়টি ফলাও করে প্রচার করে, অথচ এত বিপুলসংখ্যক নারী এল.জিবিটি, পতিতাবৃত্তির, সম-অধিকার এবং কুরআন বিরোধী আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন করলো সেটা জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার হলো না।

বাংলাদেশের মায়েরা প’তি’তাবৃত্তির স্বীকৃতি চায় না, সমতার নামে কুরআন বিরোধী আইন চায় না। সুতরাং পতিতা-দের দাবিকে এদেশের মা বোনদের উপর চাপিয়ে দিতে চাইলে এর ফলাফল হবে আত্মঘা.তী। এদেশের জনতা তা মেনে নেবে না

Share With freinds & Others

1 thought on “নারী অধিকারের মিছিল ও সমাবেশ নিয়ে ইসলামপন্থীদের সাথে বাংলাদেশী মিডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড”

Leave a Comment